বাঁধা নূপুর
বাঁধা নূপুর


এখন তোমার আকাশ আমার পরিযায়ী খেলার ঘর,
নীলের বুকে উড়ছে উজান শান্ত কুসুম স্বর।
সৌরভ এসে ঢাকে হৃদয় উদয় গিরি কল্প,
ভরে নিলে অন্তর জগৎ লাগে সে যে অল্প।
খেলতে নামি ঊষার বুকে চিনতে নামি তল,
অকুল সাগর ঘিরে ধরে ডুবে না পাই তল।
মালার ফুলে বাঁধন বাঁধা নয়ন জুড়ে আলো,
পরশ পেয়ে জ্বলে উঠে দেয় সরিয়ে কালো।
মনের ঘরে চেতন এসে ডেকে নিয়ে যায়,
কখন হলাম বাঁধা নূপুর তোমার কোমল পায়।
প্রেমের বাঁশি সুরে সুরে বাজে কখন হায়,
ডুবতে গিয়ে উঠে গেছি দুজন এক সে নায়।
পাষাণ চাপা বক্ষ যে আজ আকাশ দীপের নীড়,
পার হয়ে যাই সাগর নদী খুঁজে নিকট তীর।