STORYMIRROR

Manik Goswami

Drama Tragedy

3  

Manik Goswami

Drama Tragedy

বাঁচার আবদার

বাঁচার আবদার

1 min
156


উড়ে গেছে ছাদ, ঘর গেছে জলে ধুয়ে;

জামা কাপড়, ভাতের হাঁড়ি ভেসে গেছে জলবায়ে।

পরনের কাপড়খানি বৃষ্টিতে গেছে ভিজে,

ভেজা কাপড়ই শরীরে শুখায়, বদলাতে পারি না যে।

রাত কেটেছে আকাশের নীচে, ঘাসের বিছানায়;

পশু প্রাণী সব প্রাণের ভয়ে একসাথে শুয়ে রয়।

খাদ্য জোটেনি, পানীয় জলের সন্ধান নাহি পাই;

সাগর জলের নোনতা ছোঁয়া পান করিবার নয়।

ফলমূল নাই, গাছ গেছে পড়ে, ধু ধু করে খোলা মাঠ;

সবই যেন নদী, জল থৈ থৈ, জীবনের ভাঙা হাট।

কিছু নাই শুধু প্রাণটাকে ধরে আবার বাঁচার আশায়,

প্রত্যাশা রাখি ত্রাণ সামগ্রী সময়ে পৌঁছে যায়।

ফি বছরই ঝড় ঝঞ্ঝায়, বাঁধ ভাঙা জল এসে;

ধুয়ে নিয়ে যায় স্বপ্ন মোদের, বাড়ি ঘর যায় ভেসে।

প্রাণের মায়ার মূল্য অনেক, বাঁচার ইচ্ছে জাগে;

ঝড়ের পরে নতুন জীবনে প্রাণের ছোঁয়া লাগে।

এমন ভাবেই ঝড়ের সাথে লড়াই করে যাবো,

নতুন করে ঘর বানাবো, সাহায্য পেলে নেবো।

প্রশ্ন শুধু প্রতি বছর প্রকৃতির রোষানলে,

এমন করেই ভেসে যাবো কি সাগরের নোনা জলে। 

একটা কোনো উপায় করো, হয় যেন সমাধান;

দারিদ্র তো ঘুচবে না আর, শুধু বেঁচে থাকে শত প্রাণ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama