STORYMIRROR

Nabanita Patra

Tragedy Others

3  

Nabanita Patra

Tragedy Others

বাবাকে শ্রদ্ধাঞ্জলি

বাবাকে শ্রদ্ধাঞ্জলি

1 min
562

বাবার কথা লিখবো বলে,

বসলাম আমি কলম নিয়ে,

ভাবছি মনে মনে,

কোথা থেকে করবো শুরু,

আছে তো বলার অনেক কিছু।


প্রথম যখন খুললাম চোখ বাবার কোলে,

বাবা ডাকলো আমায় মা বলে,

ছোট্ট বেলায় মা হারানো ছেলে সে,

বললো আমায় মা কে পেলাম মেয়ের মধ্যে দিয়ে।


আমি ছিলাম বাবার আদুরে মেয়ে,

রাখতো আমায় যতনে সব কিছু দিয়ে।

চলতে শিখলাম প্রথম আমি বাবার হাত ধরে,

নির্ভয়ে হেঁটে গেলাম অনেকটা পথ পেরিয়ে।


শুরু হল জীবন যুদ্ধে একলা চলার পালা,

বললো বাবা ভয় পেয়োনা জীবন তো সুখ-দুঃখের মেলা।

আছি আমি সর্বদাই তোমার পাশে,

বিপদ আসলে টেনে নেবো আমার বুকের মাঝে।


পারবেনা তোমায় কোন দুঃখ ছুঁতে,

আমি যখন আছি তোমার আসে-পাশে।

বাবা বলল এগিয়ে চলো,

জীবনের ওই চড়া রোদ্দুরে,

শীতল ছায়া হয়ে আমি আছি তোমার মাথার ওপরে।


আমি ছিলাম বাবার চোখের নানা স্বপ্নের ঝুড়ি,

জীবন সমুদ্রে বাবা ছিল আমার সোনার তরী।

মেয়ে বলে কখনো করেনি আমায় হেয়,

ছেলে-মেয়ে বাবার কাছে সর্বদাই সমান ছিল।


আজ তুমি চলে গেছো অনেক দূরে,

জীবনের মায়া ত্যাগ করে ওই নীল আকাশের পারে।

কিন্তু জানি তুমি আছো আমার মধ্যে লুকিয়ে,

তোমার দেখানো পথে আজও চলেছি সুদূরে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy