অত্যাচার
অত্যাচার


জাতের নামে বজ্জাতি, টিকি-দাড়ির সংঘাত,
ক্ষমতা ও অর্থের প্রাচুর্যে মূল্যবোধ কুপোকাত;
শাণিত অস্ত্রে দেয় চুম্বন, ওরা নিষ্ঠুর অত্যাচারী,
অট্টহাস্যে কাঁপে জগৎ, দুর্বলের ওপর বাহাদুরি;
গণতন্ত্রের নামেই প্রহসন, হরণ বাক-স্বাধীনতা,
ধিক্কারেও টলে না ওদের বিবেকহীন মানবতা;
অবদমনের শৃঙ্খলে বদ্ধ নারীরা প্রতি পদক্ষেপে,
খোরাক অত্যাচারীদের বল প্রদর্শনের পরিমাপে;
তবু অত্যাচারিতরা সামিল নির্বিচারের নির্বাচনে,
ওরাই নির্মম শিকার হীন সাম্প্রদায়িক উচাটনে;
মুখে কুলুপ এঁটে নিরস্ত্র বিদ্রোহে কাটছে বহুকাল,
শোষিতের ছাইচাপা আগুন কালে হবে মহাকাল;
জেনো, সহনসীমারও একটা অন্তিম বিন্দু হয়,
কঠিন পাথুরে অক্ষরও কী চিরকাল অক্ষত রয়?