অত্যাচার
অত্যাচার


অত্যাচার কখন হয়?
শ্রেণী বৈষম্য ও সমাজের প্রতিবন্ধকতা যেখানে প্রকট হয়,
সামাজিক-মানসিক-অর্থনৈতিক-ধার্মিক অত্যাচার চলছে নিরন্তর।
কখনও বা আজীবন ব'য়ে বেড়াতে হয় সাক্ষীর মিথ্যাচার।
অনভিপ্রেত অধ্যায় ফিরে দেখা দেয় আঁধারিতে স্মৃতির পাতায় পাতায়।
ঝিনুকের খোলে দৃশ্যমান মৃত্যুর শবদেহ,
মোড়কের আতিশয্য আজ অসহায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে,
যে অত্যাচারিত হয় আজীবন, সেই অনুভব করে যন্ত্রণা,
অত্যাচারীর যে দায়বদ্ধতার অবকাশ নেই চলতি পথে -
সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ক'রে
আইনের প্রকৃত বিচার হয়তো হবে!
বিধাতার সৃষ্টির সুবিচার প্রতিষ্ঠা হলো কী ?