অতৃপ্তি
অতৃপ্তি
হেঁটে গেছি মোরামের মাটি থেকে রস শুষে নিতে নিতে
প্রত্নতাত্ত্বিক সময় দু'পা ছড়িয়ে বোবা কান্নায় পৃথিবী ভিজিয়ে ডেকেছে ...
গলি থেকে রাজপথ ঋতুমতী হয়েছে মুহূর্তরা
অবিন্যস্ত এলোকেশীরা জবানবন্দী দিয়েছে স্মৃতিভ্রংশের !
তারা অশরীরী আশ্রিত ...
যাদের দেখা বাকি , রোদের স্থূলকোণ , বৃষ্টির মধ্যমা আর
ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ...
তারা আজও , , ,
প্রতীক্ষায় , জলপ্রপাতের ঝাপটা খায়
হিমানী সম্প্রপাতে , নগ্ন দেহে উলঙ্গ মন ভেজায়,
তাদের ভাগফল যুগের পর যুগ অতিক্রম করেও সম্পূর্ণতা পায় না যখন ,
তখন , অবশিষ্ট প্রেম অঙ্গে লেপে সূর্য পুড়িয়ে ,
শরীর সেঁকে সধবা হয় !
ওরা যে গর্ভবতী হবার স্বপ্ন দেখে প্রতিক্ষণ ! !

