অতীতের শেষ সাক্ষী
অতীতের শেষ সাক্ষী


হারিয়ে যাওয়া পথের প্রান্তে দাঁড়িয়ে একলা আমি,
এক সময় পথের যাত্রী।
গগনচুম্বী অট্টালিকার ব্যাস্ততায়,
ঢেকে গেছে আমার কঙ্কালসার দালানকোঠা।
আলোকবর্ণা শহরে,
আমি আজ আঁধারের শেষ আগুন্তুক।
রংচটা খাতায় মুছে যাওয়া কথার,
শেষ কিছু আঁচড়,
রয়ে গেছে আজও।
প্রাচ্যের প্রাচীনতার অভিমানী সাক্ষী,
না নবীনের অবহেলার কারাবাসে আটকে থাকা,
যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত একটি আসামি ?
হয়তোবা কিছুই নয়।
শুধুই থাকার জন্য থাকা, একমুঠো মূল্যহীন স্মৃতি,
আর বসন্তের ঝরা পাতায়,
ঢেকে রাখা ধূসর নগ্নতা।