অতীতের ভিক্টোরিয়া
অতীতের ভিক্টোরিয়া


আজ গিয়েছিলাম তোমার খোঁজে ভিক্টোরিয়া
আমাদের প্রেমের শেষের শুরুর বধ্যভূমি ,
সেদিনও আকাশে ছিল মেঘের ঘনঘটা
মুখোমুখি সেদিন আমি আর তুমি ।
তোমার নাকি ভালো লাগছিলোনা আমাকে
নীল সালোয়ারে দারুণ দেখাচ্ছিল তোমাকে ,
চোখে ছিল একটানা উজ্জ্বল ঔদ্ধত্ব
দুঃসহ এক কষ্ট ঘিরেছিল আমাকে ।
আজও অতীতের সেই ৪ঠা জুলাই
আজও বুকের ভিতর অতীতের বোঝ ,
আজও সময় থেমে আছে ভিক্টোরিয়ায়
আজও আমার নীরব চাহনির খোঁজ ।।