অতীত ও বর্তমান
অতীত ও বর্তমান


জীবনের রং গুলো কোথায় যেন উবে যায়,
হারিয়ে কী যায় সাত সাগরের পারে?
এই দিনবদলের দিনগুলি ঝাপসা হয়ে যায়,
কোন সুদূরের তেরো নদীর তীরে।।
হৃদয়ের পাখনা গুলো যেন বড্ড ভারী,
তাও উড়ে যেতে চায় সেই অচিন দেশে।
পাষাণ এই মনটা যেন হালকা হতে চায়,
তাই রং লাগে জীবনের ধূসর ক্যানভাসে।।
বর্তমান যেন হারিয়ে যায় আজ,
সেই ছোটবেলাকার রূপকথার ভিড়ে।
রোজকার ব্যস্ত জীবন যেন থমকে দাঁড়ায়,
অতীত আসে বর্তমানে বারে বারে ফিরে।