STORYMIRROR

Paula Bhowmik

Inspirational Others

3  

Paula Bhowmik

Inspirational Others

অতি সাধারণ

অতি সাধারণ

1 min
175

আমি এক সাধারণ মেয়ে,

লেখা তাই আমার অর্ডিনারি শুধু নয়।

এ যে মোস্ট অর্ডিনারি, আমি তো তা জানি।

শুধু জানতে চেয়েছি আমি তোমার কাছে যে, 

লেখা পড়ে তোমার এতটুকুও ভালো লেগেছে কি না?

ধন্যবাদ তোমাকে, তুমি রওনি নিরুত্তর।

সত্যি শোনার সাহস আমার আছে, 

লুকোই নি সে কথা তোমার কাছে।

তুমি বলেছো মন খুলে, আমি নিয়েছি তা অবহেলে।

বিশ্বাস করো, কোনোদিন ই স্পেশাল হবার 

ইচ্ছে টা দেয় নি মাথা চাড়া।

মাথাটা ই আমার বাড়ি, শরীরের আর সব 

অঙ্গ, হয় যে পড়শী তার, আমি যে এখনো 

বেঁচে আছি, তা বুঝতে উপায় নেই লেখা ছাড়া। 

কাউকে দিইনা গুরুত্ব সাধারণ মানুষ ছাড়া।

আম - জনতার হৃদয় খুব কঠিন করা জয়।

যদি স্পেশাল হয়ে পড়ি, তাহলে কি আর,

কখনো কারো হৃদয় ছুঁতে পারি?

তাই চাই মাটিতে পা ফেলে চলতে,

সাধারণ মানুষের মনের কথা বলতে।

নাহয় লিখলাম মোস্ট অর্ডিনারি কথা,

তাতে যেন থাকে থাকে শান্তির বার্তা। 

পৃথিবীতে আছে যতো অশান্ত হৃদয়, 

আমার লেখা পড়তে পেলে, 

যেন তাদের হারানো সুর খুঁজে পায়।

সমাজ যেন আজ দিশেহারা, 

পাল ছেঁড়া, কান্ডারি বিহীন, 

চলেছে যাত্রী বোঝাই এক নৌকায়

স্বেচ্ছাচারিতা উঠতে চায় মাথা চাড়া দিয়ে,

আত্মমর্যাদা যে আজ দোরগোড়ায়। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational