অস্তমিত বসন্ত
অস্তমিত বসন্ত


কেন তুই বসন্তে এলি না!
শীতের পাতা ঝরা সন্ধ্যায়,
পেলব সবুজের স্পর্শ-তৃষ্ণায়
ক্লান্ত পথিক হয়ে এলি;
দাবদাহে দগ্ধ হৃদয় অবগাহন
করে, তোর পেলব স্পর্শে।
জাগে শরীরে প্রেমের হিল্লোল-
হৃদয়ের অন্তঃস্থল থেকে
উৎসারিত হয় শীৎকার।
হঠাৎ কালবৈশাখীর ঝড়ো হাওয়ায়,
সম্বিৎ ফিরে আসে।
রুদ্রনীল মূর্তি বলে ওঠে,
'ওরে রিক্ত নারী তুই হিমশীতল!'
অস্তমিত বসন্তে সংকুচিত আমি,
উন্মোচিত করি আমার হৃদয়।
অস্ফুট স্বরে বলি 'আমি শরীর নই,
এই দেখ আমার হৃদয়ে আজও বসন্ত।'
কটাক্ষে, অবহেলায় জর্জরিত
হয় নারী হৃদয়।
পরিত্যক্ত আমি পড়ে থাকি
সেই শিশির পড়া পর্যন্ত ।
কাকভোরে শেষ চিৎকার করে বলি,
'কেন তবে বসন্তে এলি না?'