মিলন
মিলন
ছন্দ আমার জন্ম থেকেই
ছন্দে চলে শ্বাস,
জীবনটাকেও ছন্দে বাঁধি-
এটাই অভিলাষ।
ছন্দ আমার জিয়ন কাঠি,
ছন্দ আমার গান-
সেই সুরেতেই যায় মিলিয়ে
সকল অভিমান।
তবুও যখন ছন্দপতন,
অশ্রু সজল চোখ-
তোমার জীবন ছন্দে আমার
ছন্দ মিলন হোক।
ছন্দ আমার জন্ম থেকেই
ছন্দে চলে শ্বাস,
জীবনটাকেও ছন্দে বাঁধি-
এটাই অভিলাষ।
ছন্দ আমার জিয়ন কাঠি,
ছন্দ আমার গান-
সেই সুরেতেই যায় মিলিয়ে
সকল অভিমান।
তবুও যখন ছন্দপতন,
অশ্রু সজল চোখ-
তোমার জীবন ছন্দে আমার
ছন্দ মিলন হোক।