Sruti Basu Ghosh
Classics Inspirational Others
ছন্দ আমার জন্ম থেকেই
ছন্দে চলে শ্বাস,
জীবনটাকেও ছন্দে বাঁধি-
এটাই অভিলাষ।
ছন্দ আমার জিয়ন কাঠি,
ছন্দ আমার গান-
সেই সুরেতেই যায় মিলিয়ে
সকল অভিমান।
তবুও যখন ছন্দপতন,
অশ্রু সজল চোখ-
তোমার জীবন ছন্দে আমার
ছন্দ মিলন হোক।
ওদের আকাশ
বিরহিত প্রেম
স্পর্শ
মিলন
ভিন্ন সাজের প...
অস্তমিত বসন্ত
নষ্টনিশি
অপরাজেয়
ভালোবাসার ক্ষুধা ভালোবাসার ক্ষুধা
গৃহবন্দী গৃহবন্দী
কাশফুল কাশফুল
আমার মনের দুয়ারে দাঁড়ায়ে আমার মনের দুয়ারে দাঁড়ায়ে
কেমন করে বলবো কে তুমি আমার কেমন করে বলবো কে তুমি আমার
হে বিদ্রোহী হে বিদ্রোহী
ভিন্ন ভাবধারা ভিন্ন ভাবধারা
পূর্ণিমার রূপকথা পূর্ণিমার রূপকথা
জগন্নাথ জগদীশ্বর জগন্নাথ জগদীশ্বর
আজি এই প্রহরে আজি এই প্রহরে
চিঠি চিঠি
প্রদীপের আলোয় প্রদীপের আলোয়
মানব-প্রকৃতি মানব-প্রকৃতি
দেশদ্রোহী দেশদ্রোহী
প্রেম নয় পাপ প্রেম নয় পাপ
ইতিহাস ইতিহাস
ভালো-সহস্ররুপে-বাসা ভালো-সহস্ররুপে-বাসা
এসো বিবেকানন্দ এসো বিবেকানন্দ
ছোটোবেলা ছোটোবেলা
শমন শমন