অপরাজেয়
অপরাজেয়


দৃষ্টির অগোচরে অণুবীক্ষণিক মৃত্যুদূতের অপেক্ষা,
বিলাসিতাকে গ্রাস করেছে মৃত্যুভয়-
তাই কবিতাকে আজ ছুটি দিলাম।
রুটির লড়াই চলছে প্রতিদিন,
বাঁচার আশায় বুক বেঁধে ক্লান্ত মানুষ-
তাই ক্ষুধাকে আজ ছুটি দিলাম।
বিপদ ছড়িয়ে আছে স্পর্শে,বাতাসে মারণবীজ,
প্রতিষেধক কল্পনায় দিনযাপন-
তাই সমাজিকতাকে আজ ছুটি দিলাম।
একজোট হয়ে প্রতিরোধের দিন সমাগত,
বাঁচার পারস্পরিক নির্ভরতায়
একটাই পরিচয় 'মানুষ'।
তাই সাম্প্রদায়িকতা কে আজ ছুটি দিলাম।
আগুনের লেলিহান শিখায় দগ্ধ প্রিয়জন,
শেষ দেখা হয় চলমান দুরাভাষের পর্দায়-
তাই অহংকারকে আজ ছুটি দিলাম।
শুধু মানবতার ছুটি নেই,
অহর্নিশি অক্লান্ত প্রচেষ্টা
শুধু বাঁচিয়ে রাখার-
তাই মানবতা অমর,
মানবতা অপরাজেয়।