STORYMIRROR

Sruti Basu Ghosh

Tragedy Others

3  

Sruti Basu Ghosh

Tragedy Others

ওদের আকাশ

ওদের আকাশ

1 min
243

ওরা ভূমিষ্ঠ হয় খোলা আকাশের নীচে, তবু -

একমুঠো আকাশ ছোঁয়ার লড়াই করে আজীবন।

কংক্রিট-জঙ্গলে 'আকাশ' ওদের মাথার ছাদ ;

অথচ আষাঢ়ের এলোমেলো কোনো দুপুরে

সেই আকাশ ভাঙা বৃষ্টিতে প্লাবিত ওদের যাপন।

গৃহহীন,কর্মহীন ওরা ক্ষুধার তাড়নায় মহাশূন্যগামী,

যেন মানুষের আদলে তৈরি কয়েকটি প্রহসন।

ওরা উকুন মারে দিনের আলোয়,উচ্ছিষ্টে বাঁচে,

কখনো বা রাতের আঁধারে মেটায় রিরংসা।

ওদের প্রেম আসে আর সাক্ষী থাকে অনন্ত অম্বর।

নভোলোক থেকে নির্লিপ্ত আবেগ ঝরে পড়ে

শান বাঁধানো পায়ে চলা পথের সাজানো সংসারে।

অপুষ্ট শরীরের আচ্ছাদনের আড়ালে ওদের মন

ছুঁতে চায়, উদার অনন্ত গগনের বিশালতা।

আকাশে যখন গোধূলির আগুন রং লাগে

তখন মানবতা সেঁকে নেয় ওরা,সন্তর্পনে।

খোলা আকাশের দিকে স্থির চোখে চেয়ে

পেট ভরানোর স্বপ্ন দেখে, হয় রোমাঞ্চিত।

কাব্য নয়, ওদের আকাশ তিক্ত বাস্তবময়।

আর সেই অসীম নির্বিকার দ্যুলোকে বারম্বার

প্রতিফলিত হয়,ওদের বেদনদীর্ণ হাহাকার।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy