STORYMIRROR

Rohit Das

Abstract Others

3  

Rohit Das

Abstract Others

অসময়

অসময়

1 min
249

আজ হঠাৎ কেন এ বুকের জ্বালা,

বেড়ে চলেছে নিরন্তর।

কেন মনের কুঠিতে ছিন্ন হচ্ছে

আজ সকল বন্ধন।

কেন আজ সকল হাসিতে

উঁকি দিচ্ছে যন্ত্রনা।

কেন প্রতিটা মুহূর্ত আজ দিচ্ছে কানে

মৃত্যুর মন্ত্রনা।

কাজের ফাঁকে কেন আজ আর

সময় ডাকে না পিছু।

কেন দিবা শেষে এক কোণে বসে এখন

দেখতে ভালো লাগে সবকিছু।

জীবনের এই আশিটা বছরে চড়েছি

কত উঁচু নিচু,

কখনোও ছেলে কখনোও স্বামী কখনো বাবা হয়ে

সামলে কি সবকিছু।

কেন তবে মনে হচ্ছে আজ সকল দায়িত্ব থেকে মুক্ত

কেন সবার কথায় আজ হচ্ছে বড্ড বিরক্ত।

স্ত্রী র প্রতি ভালোবাসার ছেলের প্রতি মায়া যে

ক্রমশ কেটে যাচ্ছে,

কেন নিজেকে বড়ই স্বার্থপর স্বার্থপর লাগছে।

সময় তবে কি শেষ হল দরজার ওপাশে মৃত্যু ফেলছে নিশব্দ নিশব্দ,

সত্যি কি তবে সবার কাছে ফুরিয়েছে

এবার আমার কর্তব্য


Rate this content
Log in

Similar bengali poem from Abstract