অসমাপ্ত প্রেমের গল্প
অসমাপ্ত প্রেমের গল্প


তারাদের সাথে একলা জাগি আমি,
তোমাকে পাওয়ার মিথ্যে অঙ্গীকারে।
শপথেরা আজ দিচ্ছে আমাকে ফাঁকি,
আমার দেওয়া মিথ্যে অধিকারে।
দুপুরগুলি সব একলা পড়ে থাক,
আঁধারের সাথে করেছি আমি সন্ধি।
মনপাখিটি ডানা ঝাপটায় অযথা,
মনের খাঁচাতে রয়েছে সে আজও বন্দি।
চোখের কোলেতে জমেছে আজ কালি,
কাজল ভেবে করে যে সবাই ভুল।
কড়ি বরগা আর অলিন্দ আজ একা,চিলেকোঠাতে জমেছে স্মৃতির ঝুল।
তবু মাঝেমাঝে মেঘেদের হাত ধরে,
ইচ্ছে হয় ছুঁয়ে আসি বৃষ্টির ফোঁটা।
বেইমানি করে স্বপ্নেরা বিনিদ্র রাতে,
তাই আজও অসমাপ্ত প্রেমের গল্পটা।