STORYMIRROR

Paula Bhowmik

Drama Action Inspirational

3  

Paula Bhowmik

Drama Action Inspirational

অর্থ

অর্থ

1 min
346

ঠাকুর বলেছেন অর্থই নাকি অনর্থের মূল,

আবার দেখি অর্থ ছাড়া এই জীবন অচল। 

শুভ মানা হয় কোনোভাবে অর্থের আগমন, 

আনন্দে করা উচিত মনটা চনমন। 

কিন্তু অচেনা এ্যাকাউন্ট থেকে এসেছে একটি টাকা, 

কে পাঠালো কি তার উদ্দেশ্য, মাথাটা লাগছে ফাঁকা।

ব্যাঙ্ক থেকে পাঠিয়েছে আজ নোটিশ এক খানা, 

জানি তো এমন টাকা নেওয়া বারণ, একদম মানা।

নালিশ জানাতে আছে ব্যাঙ্কের একখানা ফোন নম্বর, 

ফোনটা আজ নিশ্চয়ই করতে হবে খুব সত্বর। 

জানতেই হবে এটা প্রতারনার কোনো ফাঁদ কি না, 

কেউ কাউকে টাকা পাঠায়না কোনো কারন বিনা। 

ব্যাঙ্কের কর্মীরা সব আমাদের জন্যে সজাগ সদাই, 

তাদের অজস্র ধন্যবাদ যে তাই হয় জানাতেই। 


ব্যাঙ্কের সেই নম্বরে ফোন করে করে_____

অপশন পছন্দ করি বাংলায় কথা বলার,

প্রথমে মেশিন কথা বলে, অপশন দেবার পর, 

বলে ওঠে এক সত্যিকারের নারী বাংলাভাষা। 

নারীকন্ঠটি সরাসরি বলবে কথা করেছিলাম আশা, 

কিন্তু কলটি পাঠায় সে আবার এক মেশিনের কাছে, 

সেই মেশিন আমার অভিযোগ কি যে বলে জানাতে,

একাউন্টের শেষ নম্বরগুলোও চায় জানতে, 

সবটাই আমার কাছে যে একদম গুলিয়ে গেছে।

থাক থাক এতো কিছু পারছিনা যে কিছুতেই বুঝতে, 

আবার এমন কিছু হলে ব্যাঙ্কের কাছেই হবে দৌড়তে। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama