তুমি ডাকবে মোরে
তুমি ডাকবে মোরে


তুমি ডাকবে মোরে দূর গগনে
সুখ-দুঃখের অন্তপানে
যেথায় মোদের নেইকো বেলা
তোমার সাথে হাসি-খেলা|
দিনটি পেতে অনেক বাকি
আত্মসুখে মগ্ন থাকি
কাম-ক্রোধ-লোভ, মায়া মনে
মন না তাকায় তোমার পানে |
ঠিকানা তোমার নেইকো জানা
দূর গগনে চলতে মানা
ইচ্ছা তোমার ষোলোআনা
জীবনে মরণে আনাগোনা |
কদিন পরে রইবো না আর
বিদায় বেলায় যন্ত্রনা সার
মুচকি হেসে বলবে এসে
চলতে হবে আমার সাথে |
সাঙ্গ করে লেনা-দেনা
ত্যাগিয়া নশ্বর দেহখানা |
তারস্বরে বলবো আমি
জীবনটারে দিয়েছি ফাঁকি
স্বপ্ন সবই রয়েছে বাকি
ভুল করেছি ভাবিয়া আমি |
তোমা হতে শুরু যে মোর
তোমার মাঝেই অন্ত
যুগে-যুগে ভ্রমিয়া আমি
হয়েছি পরিশ্রান্ত |
তুমিই স্বামী দিয়েছো আমি
নেইকো আমার আমি
আমি ত্যাগ করিয়া আমি
হইবো তোমার স্বামী |