অর্ধাঙ্গীনি
অর্ধাঙ্গীনি
যেদিন তোমার নামের সিঁদুরে রঞ্জিত
হয়ে ছিল আমার শূন্য সিঁথি,
তোমার পরিচয়ে হয়ে ছিল আমার পরিচিতি।
অগ্নিকে সাক্ষী রেখে আমি হয়ে ছিলাম
তোমার অর্ধাঙ্গীনি,
তুমি আমার মন মন্দিরের দেবতা,
তুমিই আমার স্বামী।
ভালোবাসার জোয়ারে ভেসে হয়ে
ছিল মন দেওয়া নেওয়া,
পূর্ণ হয়ে ছিল জীবনের অনেক
চাওয়া পাওয়া।
তোমার হাতের ওপর হাত রেখে
তোমার পাশে থেকেই কাটাতে চাই
আমি আমার জীবনের প্রত্যেকটা দিন,
আমি তোমার জীবন পথের পথিক হয়ে
হতে চাই তোমাতে বিলীন।
শত ঝড়ের আঘাতেও ছিন্ন হবেনা
আমাদের এই দৃঢ় বন্ধন,
ভালোবাসার শক্ত বেড়াজালে বন্দী হয়ে
আছে তোমার আমার মন।
তোমাতেই আমার দিন শুরু তোমাতেই
হোক দিন শেষ,
তোমার অর্ধাংশ হয়ে ধন্য এই জীবন
জন্ম জন্মান্তর ধরে বয়ে চলুক তোমার
আমার ভালোবাসার রেশ।

