অপেক্ষায়
অপেক্ষায়


সেই পুরানো দরজার আড়ালে আমি,
তোমার অপেক্ষায়।
প্রথম যেদিন দেখেছিলাম তোমায়,
নিষ্পলক চোখে শুধু তাকিয়েই ছিলাম।
মনে হয়েছিল---
কত দিনের চেনা।
সেই পুরানো দরজার আড়ালে আমি,
তোমার অপেক্ষায়।
আজও বসে থাকি,
শুধু তুমি আসো না আর।
কতশত রজনী পার হয়ে যায়,
তোমার অপেক্ষায়।
সেই পুরানো দরজার আড়ালে আমি,
তোমার অপেক্ষায়।