অপেক্ষা
অপেক্ষা


সুবর্ণরেখা ছুঁয়েপথ
মিশে গেছে দিগন্তে,
গোধূলির রঙ মেখে
এগিয়ে গেছ তুমি,
অজান্তে রেখে গেছ
অগুনতি বিষাদ কণা,
ফিরবে বলেও আর
ফিরে আসনি,
মায়া হাতে ছুঁয়ে দেখি
কোটরে রাখা অপেক্ষা।
সুবর্ণরেখা ছুঁয়েপথ
মিশে গেছে দিগন্তে,
গোধূলির রঙ মেখে
এগিয়ে গেছ তুমি,
অজান্তে রেখে গেছ
অগুনতি বিষাদ কণা,
ফিরবে বলেও আর
ফিরে আসনি,
মায়া হাতে ছুঁয়ে দেখি
কোটরে রাখা অপেক্ষা।