STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational

4  

Abhijit Halder

Fantasy Inspirational

অন্য রকম জীবন

অন্য রকম জীবন

1 min
287

জীবনটা অন্যরকম

বাদ পড়ে যাওয়া ডায়েরির মতো

সাদা কালো দুনিয়াতে

মেঘ ভেসে যায় উজ্জ্বল।

কয়েক মাস পরে তাঁর সাথে দেখা হ'লো বরং আমিই আড়ালে তাঁকে দেখেছি

মাএ এক সেকেন্ডটের জন্য ,

না বেশিক্ষণ দেখার সৌভাগ্য হয়তো লেখা ছিল না আমার জীবনে;

কি করুণ দৃশ্য হয়তো আমি ইউক্রেনের সৈনিক হয়ে পুরো যুদ্ধ লড়ছি শুধুমাত্র তাঁকেই ভালোবাসি বলে।

এ ভালোবাসা একতরফা নির্বাচন দেওয়ার মতো

হয়তো কোনোদিনই পুরণ হবে না এ ভালোবাসা

তবুও দূর থেকে ভালোবাসতে পারাটা আমার জীবনে সবচেয়ে বড় পাওনা।

এর থেকে আর শ্রেষ্ঠ পাওনা কি হতে পারে!

সমুদ্রের গর্জনে কত তীব্রতা তবুও তো সে তীব্রতা ক্ষণস্থায়ী ।

এ প্রেম এক অন্য পৃথিবীর মানচিত্রে যেখানে আমাদের ব্যবধান বহু আলোকবর্ষের ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy