অন্য বসন্ত
অন্য বসন্ত


বসন্তের নবপ্রস্ফুটিত ঋতুরাগ আর সম্মোহন করেনা,
বসন্তের বাসন্তী রঙে নেউ অনাবিল উন্মাদনা,
অঙ্কুরোদগম মুকুলের মিষ্টি গন্ধটা উধাও।
শুখপাখিরা এখন আর কৃষ্ণচূড়ায় বসেনা,
বসন্তের কোকিলের ডাকে হৃদয় উন্মীলিত হয়না,
বসন্তের পলাশ শিমুলকে লাগছে বর্ণহীন।
ভালবাসায় লেগেছে শতেক প্রশ্নের কালো দাগ!
মরচে ধরেছে নিষ্কলঙ্ক চেনা প্রেমের বন্ধনে,
প্রেম ভালবাসার স্মৃতিচিহ্ন এখন কাগজে-কলমে।
বসন্তের ডাকে প্রাণ আর উচাটন হয় না,
অস্পষ্ট দৃষ্টিতে জীর্ণ ক্যানভাসের প্রতিচ্ছবি,
ধূসর আস্তরণে ছাইচাপা ফুটন্ত প্রেমের রংমশাল।
ধূসর বসন্তের বৃত্তে আটকে গেছে স্নিগ্ধ শরতের সুবাস,
পতিত হৃদয়ে এখন নেই আর ডানা মেলার উচ্ছ্বাস।