অনুচেতনা-২
অনুচেতনা-২
নিভৃত শূন্য হৃদয় সেদিন কেঁপেছিল থরথর,,
নাম না জানা এক আতঙ্কে
অজানা এক ভালো লাগাতে
সেদিন যে নাম ধরে ডেকেছিলে তুমি
"সন্দেশ"
"আরাত্রিকা" আর "সাহেবা"
জেনেছিলাম অন্ত রাজ্যে একমাত্র রানী আমি "সাহেবা"
"মমতাজ" হতে চাইনি কখনো
তবু কেন তুমি আজ হলে শাহজাহান?
