অনুভূতির মৃত্যু!
অনুভূতির মৃত্যু!
আজ আমার আর নেই
কোন মূল্য তোমার কাছে,
আমি যেন শুধুই অপূর্নতার ছাপ
তোমার হৃদয় মাঝে।
এখন আমার সঙ্গী একাকিত্ব,
সর্বক্ষন গুমরে কাঁদে আমার অস্তিত্ব।
অবহেলার যন্ত্রণায় দগ্ধে মরে মন,
জানিনা কি করে কাটবে বাকি জীবন!
যেদিন সহ্যের সমস্ত বাঁধ ভাঙ্গবে,
নিশ্চিন্ন হব এই দুনিয়া থেকে
জীর্ন স্মৃতিরা পড়ে থাকবে।
তোমার হৃদয়ে আজ আর নেই
কোনো স্থান আমার জন্য,
জীবনের সেই রঙিন দিন সময়
স্রোতে ভেসে হয়েছে বিবর্ন।
তোমার দেখা স্বপ্নের খেলাঘর
পাড়িনি আমি সাজাতে,
তাইতো একটু একটু করে মুছে
যাচ্ছি তোমার মন ক্যানভাস হতে।
জানিনা কি করেছি অপরাধ!
কি করে পাবো মুক্তি!
মনের মাঝে জ্বলতে থাকে আগুন,
পুড়তে থাকে আবেগ,
মেলেনা কিছুতেই শান্তি।
অশ্রু ঝরে অবিরত দুনয়ন বেয়ে,
তবুও আমি থাকি তোমার পথ চেয়ে।
হৃদয়ের গভীরে হয় তীব্র রক্তক্ষরন,
এইভাবেই একদিন করবে মন
মৃত্যুকে আলিঙ্গন।
হবে কঠিন পাথর,
শত আঘাতেও দেবেনা সাড়া!
তার দেহ যে... তখন নিথর।
ভালোবাসার তীব্র অনুভূতি
এইভাবেই হবে শেষ!
মনের গোপন কোনে রয়ে যাবে
শুধুই ধবংসাবশেষ।

