অনুভব
অনুভব


না হল আমার আকাশ ছোঁয়া,
রাইনের স্রোতে পানসি বাঁওয়া,
না হল আমার ছুঁয়ে দেখা
জেরুজালেমের ব্যাসিলিকা,
তবুও একই সূর্য ওঠে আমার দেশে,
যে আলো মিশে যায় তোমার নীলের জলে, পিরামিডের দেশে
আজ শুধুই মৃত্যুমিছিল কবিতার দেশে,
বসফরাসের জলে কেমন লাল রক্ত মেশে,
বাতাসে আজ শুধুই ছাই চাপা আগুনের ঘ্রাণ,
রাজপথে ক্ষমতার নিস্ফল আখ্যান।
শুনি, তবু যেনো কারা কথা কয় মৃত্যুস্তুপের নিচে,
ইরাকের বাগিচায় এখনো গোলাপ ফোঁটে।
কারা যেনো গান গায় মিসিসিপির পথে,
আজানের সুর লাগে কীর্তনের পদে।
এখনো তাই স্বপ্ন খুঁজি ফিনিক্সের ডানায়,
ফিসফিসিয়ে কারা যেনো আলোর গল্প শোনায়।