অনির্বাণ দীপশিখা
অনির্বাণ দীপশিখা
ক্ষয়ে যাওয়া সময়ের মিশকালো আঁধার!
উত্তর মিলবে কি সমস্ত ধাঁধার?
চেতনার দীপশিখা ঐ কেঁপে ওঠে!
উষ্ণ শোণিতধারা ধমণীতে ছোটে৷
বিষণ্ণ সময়েরা ধীরে পিছু হটে;
শ্মশান সভ্যতায় শকুনেরা জোটে!
আত্মঘাতী সভ্যতা নিজের গলা টেপে!
সভ্যতার বহর দেখে 'মানুষ' ওঠে কেঁপে!
রক্তাক্ত আর লাঞ্ছিত হয় নিয়ত মানবতা;
অভিশাপ হয়ে নামে মহামারী, অবিচার চুপকথা!
দমকা বাতাসে কাঁপে দীপশিখা ঐ!
সুরক্ষা দিতে পারা হাতদু'টি কই?
তবু আশা জেগে রয় হিমশৈলের মত;
কালান্তরে মুছে যাবে সভ্যতার ক্ষত!
চেতনার দীপশিখা স্হায়িত্ব পাবে,
আর, অমানুষ দানবেরা সময়ে হারাবে!
