অনিঃশেষ মুগ্ধতা
অনিঃশেষ মুগ্ধতা


যেখানে ইতিহাস রেখে যায়
অনিঃশেষ মুগ্ধতা,
সেখানে সাক্ষী থেকে যাক
আমাদের পথ-কথা।
ভালোবাসার হাত ধরে
বহু পথ হেঁটে চলা
নদীর ওপার জানুক,
যা এপারে হল না বলা।।
যেখানে ইতিহাস রেখে যায়
অনিঃশেষ মুগ্ধতা,
সেখানে সাক্ষী থেকে যাক
আমাদের পথ-কথা।
ভালোবাসার হাত ধরে
বহু পথ হেঁটে চলা
নদীর ওপার জানুক,
যা এপারে হল না বলা।।