STORYMIRROR

অনঙ্গ পাল

Drama

4  

অনঙ্গ পাল

Drama

অঙ্গিকার

অঙ্গিকার

1 min
1.0K

ঘরছাড়া ওই স্বপ্ন গুলো

ফিরুক আজ ঘরের কোনে,

প্রেমের ধারা বইবে আজ,

তোমার মনে খুব গোপনে।

থাকবো আমি থাকবে তুমি,

নির্জনতার সাগরপার,

হৃদয় তোমার আগলে রাখব,

রইলো আমার অঙ্গিকার।


আজ গোধূলির মিলনবেলায়,

দখিনা বাতাস লাগুক পালে,

অবনত মুখ চপল চোখ,

মলিন আলো তোমার গালে,

তোমার ঠোঁটের কোমলতা,

ছুঁয়ে যাক আজ আমার ঠোঁট,

অশ্রুধারা নেমে আসুক,

সারিয়ে তুলুক সকল চোট,

বীণার তানে বেজে উঠুক,

প্রাচীনের এক অমোঘ সুর,

নাড়ির টানেই তুমি নারী,

আমি পুরুষ নাইকো দূর।

নারী তোমার মায়া জালে,

আমি পুরুষ নাইকো দূর।



Rate this content
Log in

Similar bengali poem from Drama