বিসর্জন
বিসর্জন


দূরত্ব টা অনেক আজ, দূরে আমি একা
কাছেতে আজ হল না যাওয়া, দুরের থেকেই দেখা।
দূর দেশে ওই পাহাড়টাকে দেখতে পেলে তুমি?
ওটাই আমার ঠিকানা, ওখানে থাকি আমি।
ঘর বেঁধেছি একলা আমি, গাছটা আমার সাথি,
ঘরেতে মোর জমাট আঁধার, নিভিয়েছি আজ বাতি।
শহরটা আজ সেজেছে তার নব বধুর সাজে,
আমাকে সে আজ ভুলেই গেছে, আমি ভীষণ বাজে।
জোনাকিরা আজও বলে, মানিয়ে নেবার কথা।
ভোলা কি যায় এত সহজে বিশ বছরের ব্যাথা।
নীল আকাশের মেঘটা সেথায়, নেমেছে ওই কাশফুলেরই বনে
ঢাকের আওয়াজ, উলুধ্বনি, বেজেছে তাই কানে।
বিসর্জনও হয়ে যাবে, মিলিয়ে যাবে সাজটা,
আমার পথ চেয়ে থাকবে শুধু ওই গাছটা।