কবির মৃত্যু
কবির মৃত্যু


ঝরনার স্নেহজাল বুনেছিল নদী তার
পাহারের বুকে,
নদী চলে গেছে, শুষ্ক পাহার,
নদী কি ভুলেছে তাকে?
সময়টা আজও ছুটছে ভীষণ, যৌবন মদে মত্ত,
ভবিষ্যতের হাতছানি তবু অতীতটা অনুতপ্ত
“কোথা যাও কবি?” ছায়া আঁকা পথ
থমকে দাঁড়াল মন,
বললেম হেসে, কবি নেই আর,
করেছে মরন পন।
শব্দ গুলোতো দল বেঁধেছে, বাক্য ভাঙার মন্ত্রে,
তাইতে কবি পিষ্ট হচ্ছে, সমাজবিধির যন্ত্রে।
মনে পরে কবি, তুমি বলেছিলে
গল্প শোনাবে একটা?
শোনাও না আজ শুনব আমি সময় নিয়ে খানিকটা।
আমি বললেম,
গল্পটা আজ হারিয়ে ফেলেছি, গোধূলি আলোর আড়ালে,
গল্পটা যদি সত্যি হত গল্প কি হত তাহলে?
স্বপ্ন গুলো তো ভেসে চলেগেছে, সেদিন ঝড়ের সাথে,
রুঢ় বাস্তব আঘাত হেনেছে, পুরনো সেই ক্ষতে।
তাই কবি আমি নই, কবি হতে আমি চাইনি,
স্বপ্ন সমাজ, মিথ্যা বাঁধন, খেলাঘর বাঁধা হয়নি।।