ফেলে আসা দিনগুলো
ফেলে আসা দিনগুলো


যদি বলো প্রভু, ফিরে যাই তবে,
যুদ্ধের শেষে, সেই শৈশবে,
যেথায় আমি স্বাধীন ছিলাম,
যেথায় আমিই রাজার বেশে,
আমিই আমার অধীন ছিলাম,
যেথায় রৌদ্র তপ্ত আকাশ, আমার স্বপ্নচারণ ভূমি,
মান অভিমান সরল যেথায়, বন্ধুত্বটা অনেক দামী।
ক্ষত বিক্ষত অনেক হয়েছি, জীবন হেরেছে
সাফল্য-নামী রক্ত ধারা অনেক ঝরেছে,
আজও ঝরছে স্তরে স্তরে,
আর নয় প্রভু ক্ষমা করো মোরে,
যেতে দাও শুধু, পুরাতনি ভোরে,
নাম যশ আর চাইবোনা কভু,
ছেলেবেলা মোর ফিরে দাও প্রভু।
যুগের শেষে যুগান্তরে, অশ্রু বারি আজও ঝরে,
'শৈশব নেই'-মৃত আজ সে, কে যেন বলে উচ্চস্বরে।
'শৈশব নেই', ফিরবে না আর, বলেই চলে উচ্চস্বরে।।