হারানো নদীর খোঁজে
হারানো নদীর খোঁজে


একটু রৌদ্র একলা বসে, মিতিন নদীর ধারে,
বুড়ো নৌকো, দুলছে হাওয়ায়, বাঁধা আছে পাড়ে,
দুপুর বেলা স্তব্ধ হয়ে, অপেক্ষাতে গোধূলি আলোর,
সাজিয়ে ডালি রাত্রি নামে, কলা পাতার সবুজ ঝালোর
মিতিন নদী ধীর গতিতে, তোমার সাথে চলে বোয়ে,
করবে তোমার প্রেম নিবেদন, বলবে সে আজ আমার হয়ে।
বলবে তোমায়, ভালোবাসি, তারা গুলো সাক্ষী হবে,
কানের কাছে বলবে তোমায়, আমার দেশে যাবে কবে! ফিসফিসিয়ে বলবে তুমি, অভিমানী গলার স্বর,
কেউ কি এতো দেরি করে, যাবো না আজ তোমার ঘর। সোহাগ করে বলবে নদী, এখনো তো সময় আছে,
ঝিঝি পোকার কালো রাতে, তুমি আমি ভীষণ কাছে,
লাজুক ভাবে বলবে তুমি, এবার তবে ছাড়ো আমায়,
লোকে দেখলে বলবেটা কি! আমার ভীষণ লাগছে ভয়।ভয়ের থেকে পড়লো মনে, সবটাই তো স্বপ্ন ছিল,
মিতিন নদী হাড়িয়ে গেছে, বাস্তবে তাই দুঃখ ছিল।বাস্তবে তাই ছিলো না রাই, একাকিত্ব সঙ্গী ছিল,
তোমার সাথে দেখা স্বপ্ন, অন্য কেউ কিনে নিলো,
অন্য কারুর হলে তুমি, অন্য দেশের বধূ,
হারিয়ে যাওয়া মিতিন নদী, খুঁজছি আমি শুধু।