Sahel Ghosh

Romance

2  

Sahel Ghosh

Romance

অঙ্গীকার

অঙ্গীকার

1 min
1K


যখন নিঃসঙ্গতার আঁধার নেমে আসে

দেয়াল ঘড়ির কাঁটায় বাজে একাকীত্বের সুর,

ভালোবাসার হাতছানি দিয়ে পূর্ণিমার চাঁদ

মুখ লুকায় সূর্যের আদরে অচিনপুর।


শরীরের সব রক্তবিন্দু জমাট বাঁধতে থাকে

মনের দেয়ালে জমে কাদা-মাটি-পাথর,

মাঝরাতে জানালার ধারে বসে থাকার সময়

ফোনের রিংটোনে বেজে ওঠে 'একলা ঘর'...


জীবনের ক্যানভাসে শুধুই চলে

সাদা-কালো রঙের খেলা,

যদি বলো, রক্ত দিয়ে রাঙাবো

তোমার ক্যানভাস আজ এবেলা।


ভালো তো বেসেছিলাম তোমায়

হয়তো এটাই অপরাধ,

তাই তুমি করলে আমার

শরীর থেকে হৃদয় বাদ।


দেখতে দেখতে কাটলো দিন

কাটলো মাস আঠাশ,

তোমার প্রত্যাশনে কাটলো আমার

হাজার হাজার দীর্ঘশ্বাস।


হয়তো তুমি আজ চাকরীজীবি

আর আমি আজও বেকার,

তবু বাকি দিনগুলোও ভালোবাসবো তোমায়

রইলো দৃঢ় অঙ্গীকার॥


Rate this content
Log in

Similar bengali poem from Romance