অঙ্গীকার
অঙ্গীকার


সঙ্কোচহীন উদ্বেলিত হাওয়ায় ,
অজানা কোনও গভীর সন্ধ্যায় ।
নির্লিপ্ত কোমল চোখ দুখানি ,
দূরের কোনও বাঁশির ধ্বনি ।
হাতের উপর হাত দুখানি ,
অন্তর মাঝে মৃদুমন্দধ্বনি ।
অজানা কোনও ভবিষ্যতের হাতছানি ,
আঁকড়ে থাকবো তোমার হাত দুখানি ।।
সঙ্কোচহীন উদ্বেলিত হাওয়ায় ,
অজানা কোনও গভীর সন্ধ্যায় ।
নির্লিপ্ত কোমল চোখ দুখানি ,
দূরের কোনও বাঁশির ধ্বনি ।
হাতের উপর হাত দুখানি ,
অন্তর মাঝে মৃদুমন্দধ্বনি ।
অজানা কোনও ভবিষ্যতের হাতছানি ,
আঁকড়ে থাকবো তোমার হাত দুখানি ।।