অঙ্গীকার
অঙ্গীকার


দূর দেশ থেকে আসা মানুষটি আমেরিকায়,
প্রজন্মকে উন্নত দুনিয়ায় একটু মাটি পেতে,
হাড়ভাঙা খাটুনিতে সকাল থেকে রাতে।
আকাশছোঁয়া ইমারতের সার,
মাটির উপর নীচে ট্রেনের বহর।
শক্তিশালী স্ট্যাচু অফ লিবার্টি তে,
গর্বিত বাবা আজ ছেলের ভীষণ উন্নতিতে।
হঠাৎ ব্যস্ত শহর থমকে;
করোনার ছিন্নভিন্ন জীবন মৃত্যুর শোকে।
সওয়ারী নেই তবু কেউ যদি বের হয়;
দূর দেশ থেকে আসা মানুষটি, হলুদ ক্যাবে গাড়ি চালায়।
হাসপাতাল যাবার রোগী, লম্বা পথ;
বেশ কিছুটা রোজগার, স্বস্তিতে মানুষ।
চোখে ছেলেটার উজ্জ্বল মুখ;
মানা করে না
গাড়ি চালায় মানুষ।
এদেশের মাটি কে আপন করেছে মানুষটি,
সেই উর্বর দেশে মানুষ হচ্ছে ছেলে,
হিমেল ঠাণ্ডায় তবু মনে পড়ে সবুজ দিন নিজের দেশের,
ফেলে আসা প্রিয় জন একদম কাছের বন্ধুদের।
কিছুদিনে মানুষটি বিছানা থেকে উঠতে পারে না,
করোনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে,
দৌড়োদৌড়ি, ডাক্তার, হাসপাতাল সব ছাড়িয়ে
মানুষটি মৃত্যুর মুখে ঢলে পরে।
মরণ শহরটা, খাঁ খাঁ করে চারিদিক,
দীর্ঘ নিঃশ্বাস হা হুতাশ যেন সবদিক।
একা ছেলেটি হারিয়েছে শক্তি যেন তার,
‘বাবার স্বপ্ন সার্থক করবেই’ চোখের জলে এই তার অঙ্গিকার।