অমৃত কুম্ভের সন্ধানে
অমৃত কুম্ভের সন্ধানে
কলসি ভরা জল
ফোঁটায় চমকে ছিল ঝলমল
গভীর হইল তল
রাধে রাধে বল
বল রাধে বল।
অসুর, দেবতার লড়াই
টানাটানি বাড়াই
অমৃত ঝরিয়া পড়িল
ত্রিবেণী সঙ্গম, হরিদ্দার নাসিক
আর বারানসি মহা পার।
অমৃত ঝরিল অমৃত করনে
সাধুসন্ত মিলনের খনে
দেখিয়া দেখা ক্ষুধা না মেটে
অপূর্ব লীলাভূমি নিত্য সন্ধানে।
দেবতার বাস মোহিত সুভাষ
হৃদয়ে গাথা অমৃতস্য বাস
মনের বিহগে অসীম প্রকাশ
অমৃত কুম্ভ অমৃত সুভাষ।
ভাবিয়া মনেরে কুল নাই কোনে
চোখের তৃপ্তি পরিধান
দেবতার বসে ওঠে সকাশে
অমৃত উহা উহাই অম্লান।
একবার দেখি তারে
হাজারবার দেখিবারে
মনের সুধায় অম্লান
চলিয়া চলিতে নিবিড় পুলকে
মন অমৃতকুম্ভের সন্ধান।
