STORYMIRROR

Champa Roy

Abstract Fantasy Others

3  

Champa Roy

Abstract Fantasy Others

অমৃত কুম্ভের সন্ধানে

অমৃত কুম্ভের সন্ধানে

1 min
184


কলসি ভরা জল

ফোঁটায় চমকে ছিল ঝলমল

গভীর হইল তল

রাধে রাধে বল 

বল রাধে বল। 


অসুর, দেবতার লড়াই

টানাটানি বাড়াই

অমৃত ঝরিয়া পড়িল

ত্রিবেণী সঙ্গম, হরিদ্দার নাসিক

আর বারানসি মহা পার।


অমৃত ঝরিল অমৃত করনে

সাধুসন্ত মিলনের খনে

দেখিয়া দেখা ক্ষুধা না মেটে

অপূর্ব লীলাভূমি নিত্য সন্ধানে।


দেবতার বাস মোহিত সুভাষ

হৃদয়ে গাথা অমৃতস্য বাস

মনের বিহগে অসীম প্রকাশ

অমৃত কুম্ভ অমৃত সুভাষ।


ভাবিয়া মনেরে কুল নাই কোনে

চোখের তৃপ্তি পরিধান

দেবতার বসে ওঠে সকাশে

অমৃত উহা উহাই অম্লান।



একবার দেখি তারে

হাজারবার দেখিবারে

মনের সুধায় অম্লান

চলিয়া চলিতে নিবিড় পুলকে

মন অমৃতকুম্ভের সন্ধান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract