অমর একুশে আমার একুশে
অমর একুশে আমার একুশে
মন আকাশ কালো মেঘের ভারে,
প্রাপ্তিসুখের অহংকারে,
ভুললে হবে অপ্রাপ্তিদের শিক্ষাটারে?
কেমন হবে আগামীবারে...
তাও অজানা যেমন চন্দ্রকলা কমে বাড়ে।
সব ভালো হোক এই আশারে,
ঘুম চোখে ফাগুন জাগাক পৌষেরে...
চলুক গুটিগুটি পায়ে, না ফাঁদুক গপ্প আষাঢ়ে!
অমর একুশে,
লালে লাল, তবে সে লাল আবীরের নয়,
লালে লাল, কিন্তু সে লাল পলাশ শিমুলের নয়,
লালে লাল, অথচ সে লাল কৃষ্ণচূড়ারও নয়!
অমর একুশে,
ভূমি প্রান্তর চরাচর হয়েছে লালে লাল, রক্তে...
সেই টকটকে লাল ভাষা শহীদদের তাজা রক্তে,
সমুদ্র প্রমাণ লবণাম্বু মিশেছে সেই উষ্ণ রক্তে!
অমর একুশে,
রক্তিম সেলাম-প্রণাম, রক্তিম সেলাম-প্রণাম...
পৌষে ফাগুনে বৈশাখে শ্রাবণে কার্তিকে মাঘে,
জৈষ্ঠ্যে আষাঢ়ে অঘ্রানে আশ্বিনে চৈত্রে ভাদ্রে দিবাযাম।