অমাবস্যা-১
অমাবস্যা-১


নিজেকে আড়াল করার অজুহাত খুঁজছো?
এখনও পূর্ণিমার চাঁদের আলোয় উদ্ভাসিত তোমার ঋণের বোঝা!
আরেকটিবার ঋণী হতে ক্ষতি কী?
অমোঘ আকর্ষণের হাতটি আজও তোমারই প্রতীক্ষায়,
আলোকবর্তিকায় স্মৃতির পাতারা বড্ড দিশাহারা!
অমাবস্যার রাতে সিক্ততার উষ্ণতাপে আরেকটিবার ঋণী হই।
ক্ষয়িষ্ণু আলোর রোশনাই এ নাই বা অপেক্ষা করলে!