STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

4  

Manik Goswami

Romance Tragedy

অক্ষমতা

অক্ষমতা

1 min
195

হরিণীর পিছু ধাওয়া করেছি

         হরিণী ধরতে আমি পারিনি,

জলাশয় নদী নালা পেরিয়ে

         সাগরে নাইতে যাবো ভাবিনি | 


রঙিন কল্পলোকে কি আশায়

ভেসেছিনু দূর ওই নীলিমায়,

তারাদের ভিড়ে গিয়ে মিশেছি

চন্দ্রের হাসিটুকু চেয়েছি,

         এতো ভালোবাসা বুঝি সয়নি;

         হরিণী ধরতে আমি পাইনি |


শিমুল পলাশ চেয়ে দেখেছি

গোলাপের কাঁটাঘাতে জ্বলেছি,

বকুল সুবাস প্রাণে নিয়েছি

টগরের শুচিতায় মেতেছি;

         শেফালির কান্না কানে তুলিনি

         হরিণী ধরতে আমি পারিনি |


বিহগের সাথে ডানা মেলেছি

কাকলি - কলতান শুনেছি,

আঁধারের কালো আমি পেয়েছি

দিবসের তেজে আমি মজেছি;

         শুধু জ্যোৎস্নার আলো ধরে পাইনি,

         হরিণী ধরতে আমি পারিনি |        


Rate this content
Log in

Similar bengali poem from Romance