অকালশ্রাবণ.. ১
অকালশ্রাবণ.. ১
মনখারাপের ঝুলির ভেতর দিব্যি কেমন মেঘ জমে
আয়না ভেঙে কাচের পাহাড় নিঃস্ব হল এক দমে
বাতাস জুড়ে শিউলি শরৎ,আকাশ তবু অন্ধকার
বাঁশের ম্যারাপ ভিজছে বেবাক, দাঁড়িয়ে একা চমৎকার
এই সুযোগে ভিজছে বালিশ, তপ্ত কপাল জলপটি
অকালশ্রাবণ বলতে এল শেষ না হওয়া গল্পটি
তোমায় আমি বলব না তো, বুকের গোপন ব্যথার নাম
বৃষ্টি চেনো গাড়ির কাচে, অঝোরধারায় অবিশ্রাম
আমায় বরং একলা ছাড়ো মনখারাপের পাশটিতে
ব্যস্ত তুমি সময় মাপো, ঘড়ির কাঁটার শাস্তিতে
একলা আমি দিব্যি আছি, জড়িয়ে আমার মেঘলা ঘর
এমনি মায়ার আঁকড়ে রাখি আসর শেষের সয়ম্বর
