অজান্তে হারিয়ে যায়
অজান্তে হারিয়ে যায়
অনুপ্রবেশের খিড়কি দিয়ে অন্দরমহলে প্রবেশ,
আনমনে বাস্তবের ক্যানভাসে জীবনচিত্র আঁকা,
অমোঘ আকর্ষণের হাত ধরে কড়া নাড়ে হৃদয়ের জানালায়,
প্রেমের সুপ্ত বাসনায় পূর্ণাঙ্গ চিত্ররূপ অজান্তেই;
অনিঃশেষ প্রেমের বর্ষণ ধারায় সিক্ত পিপাসু মন।
বিজ্ঞাপনের জেরে টিকিয়ে রাখার জন্য ছিল না সংশয়;
ছিল না সূক্ষ্মাতিসূক্ষ্ম মিশ্র প্রতিক্রিয়ার ছলাকলা,
গভীরতায় আরও ঋণী হয়ে পড়েছিলাম ধীরে ধীরে;
আবেশিত জগৎ, আনন্দের সাথী প্রিয়জনের সান্নিধ্যে।
হঠাৎই স্বপ্ন ভঙ্গ একটি বিশেষ চিঠিতে!
ঋণের মাঝে ঋণী কোরো না আর আমায়,
প্রজাপতির বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম পাকাপাকি;
চললাম অন্যের ঘরণী হ'য়ে নতুন অবলম্বনের সাথে।