ঐ যে মেয়ে
ঐ যে মেয়ে
ঐ যে মেয়ে চকের গুঁড়োয় বসলে এসে আমার পাশে ,
ঐ যে মেয়ে বর্ষা হয়ে ঝরলে এমন দুব্বো ঘাসে ।
ঐ যে মেয়ে পাগলা হাওয়ায় করলে আমার সব্বনাশ ,
ঐ যে মেয়ে আপন হলে ভুলে বট ইউক্যালিপ্টাস ।
ঐ যে মেয়ে বসন্ত মোর পার করে দিলে সাতখানা ,
ঐ যে মেয়ে একলা থাকা যায় না আর তোমাবিনা ।
ঐ যে মেয়ে হাসির টানে , কথার জোরে করলে ধরাশায়ী ,
ঐ যে মেয়ে দূরে থেকেও কাছেই তোমায় পাই ।
ঐ যে মেয়ে খালপোলেতে ২১৫ আজ যে প্রায় খালি ,
ঐ যে মেয়ে পুরোনো নদী শুকিয়ে দিয়েছে বালি ।
ঐ যে মেয়ে ৬ নম্বর হাতের আঙ্গুলে তোমার আঙ্গুল ,
দূরত্বতে বাধ মানে নি , ছিঁড়ে যায়নি প্রেমমাস্তুল ।
ঐ যে মেয়ে ছবির মধ্যেই কেবল যেও না থেকে ,
সামনেই তুমি আছো ভাবতে আমি যাই যে এঁকে ।
আগামীর খবর জানি না আমি , এসব নয় বাস্তবিক ,
ঐ যে মেয়ে তা বলে নয় এই সব চরিত্র কাল্পনিক ।

