অধিকার
অধিকার
যদি ভাবি, এ জীবনে পেলাম না কিছু,
তবে, না পাওয়ার বোঝা টা
বড় ভারী বোধ হয়।
অনেক কিছু পাওয়ার দরকার তো নেই।
শুধু একটুখানি ভালোবাসা! দরকার ছিল,
ছিল পাওয়ার অধিকার।
একদা নীরবে, মানুষের বুকের ভেতরে, অন্তঃসলিলা ফল্গুর মতো
বয়ে যেত ভালোবাসা।
বড় দামী সে আবেগ, চিরকালই ছিল।
ভালোবাসার সেই ধারা লুপ্তপ্রায় আজ।
ভালোবাসতে ভুলে গেছে মানুষ।
কোনো শিশু আজ আর পায় না
ভালোবাসার পাঠ। ওরা বোঝে শুধু প্রয়োজন।
আমি ভাবি, পেয়েছি তো অনেক কিছু,
যা কিছু হল না পাওয়া,
সেসব আমার নয় ।
ভালোবাসা! নাঃ! তাও নয়
পেয়েছি এ নীলাম্বর তলে
নিঃশ্বাস নেওয়ার অধিকার।
সেই তো অনেক ।
কুয়াশা মাখা হেমন্তের সকালবেলায়
নবীন রবির কিরণ মেখে গায়ে
সবুজের সমারোহে ভেসে যেতে যেতে ভাবি,
অনেক কিছুই তো বলার ছিল।
বলে যেতে পারলাম না তোমায় ।
কাজ! শুধু কাজ!
কেন এত করো কাজ !
জীবন জুড়ে জমা হল
শুধুই কাজের বোঝা! আর কর্তব্য পালন।
সব বোঝা ফেলে রেখে চলে যাই আমি।
চাও যদি ডাক দিয়ে যেতে পারি
কিশোরী বেলার সেই প্রিয় নাম ধরে।
ভালোবাসা নাই বা পেলাম,
পেয়েছি তো চলে যাবার অধিকার।
এটাই বা পায় কজনায়!
দোলা ভট্টাচার্য্য ✍️✍️
