::অদ্ভুত লেখনী::
::অদ্ভুত লেখনী::
মরুভূমির তপ্ত রোদের কাটায় ভরা গাছ
আজ আমার কাছে প্রিয়,
তোমার মিথ্যে ভালোবাসার চেয়ে আমার
একাকিত্ব টাই শ্রেয়।
কোনো এক অভিশপ্ত পুর্ণিমার রাতের জোৎস্নার
আভা হয়ে ঝরে পরেছিলে এ বুকে,
তোমার মুখের মিষ্টি আদল বিষ ছড়িয়েছিল
আমার একাকীত্বের সুখে।
বাদামি চোখের নিরস চাহন স্তব্ধ করেছিল
এ বুকের স্পন্দন,
কোমল হাতের আলতো ছোঁয়া শিথিল করেছিল সকল বাঁধন।
তোমার বীরোচিত অনুরাগের প্রান্তিক সূত্র
এই বেদনা ভরা বুকে লাগিয়েছিল আগুন,
মায়াবী মুখের করুন হাসি উদাসীনতায় প্রান জাগাতো সর্বক্ষণ।
বুঝিনি সেদিনও বুঝিনি আজও এই অপূর্ব ভয়ংকর মায়াবী খেলার কারণ।
কল্পনার আসরে তোমার চরিত্রটা কেন আমি লিখেছিলাম এমন।

