অচেনা
অচেনা

1 min

246
মিশবো যে দিন ধুলার মাঝে,
দেহ হবে ছাই,
একলা বসে কাঁদবে তুমি,
ভাবে আমি নাই ,
মাটির বুকে বাগান টাতে ,
ফুটব হয়ে ফুল,
দেখবে তুমি দুচোখ ভোরে,
চিনতে হবে ভুল,
বাতাস হয়ে তোমার কানে,
শুনিয়া যাবো গান,
চোখের জলে থাকবো আমি,
ভিজিয়ে তোমার প্রাণ।
শিশির হয়ে ভোরের বেলা ,
থাকবো আমি ভেসে,
আলোর ছোঁয়ায় তোমায় দেখে ,
উঠবো আমি হেঁসে ,
শ্রাবন মাসে বৃষ্টি হয়ে ভেজাবো তোমার গা,
থাকবো আমি তোমারই সাথে,
চিনতে পারবে না.