ভালোবাসা মানে
ভালোবাসা মানে


ভালোবাসা মানে হৃদয় ভরা মান অভিমান জমা,
ভালোবাসা মানে ঝগড়া ঝাটি রাগ অনুরাগ ক্ষমা।
ভালোবাসা মানে নিজে কম নিয়ে ,
বেশি টা কে তুলে রাখা,
ভালোবাসা মানে ঘুম মাখা চোখে,
পথ চেয়ে বসে থাকা।
ভালোবাসা মানে হাথে হাত রেখে,
অজানার পথে চলা,
ভালোবাসা মানে কিছু না বলে,
অনেক কথা বলা.
ভালোবাসা মানে ছাড়াছাড়ি হয়ে,
তবু না ছেড়ে যাওয়া।
ভালোবাসা মানে নিজেকে হারিয়ে,
নিজেকে খুঁজে পাওয়া।
ভালোবাসা মানে দুঃখ সুখের অনেক চোখের জল,
ভালোবাসা মানে ধীরে ধীরে পাকা মিষ্টি গাছের ফল.