STORYMIRROR

Alolika Mukherji

Abstract Tragedy

2  

Alolika Mukherji

Abstract Tragedy

রঙিন উঠোন

রঙিন উঠোন

1 min
341

হোলি র রঙে রাঙিয়া আকাশ,

রঙিন ফুলের মতো,

ছোট্ট মনে স্বপ্ন বোনে ,

কচিকাঁচারা যত.

ছোট্ট মুঠোয় রঙের ডেলা ,

নরম গালে হাসি,

বসন্তকে বরণ করে,

আনতে ভালোবাসি।

খুশির জোয়ার নলিন মোনে ,

বন্ধু দলের ডাক শোনে,

বসন্তের এই বাঁশির শুরে,

দুয়ার খুলতে আসি.

দুস্টুমি আর রঙের খেলা,

রঙিন উঠোন কাটবে বেলা,

প্রজাপতির পাখার মতো,

রঙিন শিশুর মেলা,

চুপিচুপি মুচকি হেসে,

পা টিপে রং খেলা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract