বসন্ত তে এলো নতুন বন্ধু
বসন্ত তে এলো নতুন বন্ধু


বসন্ত তে এলো নতুন বন্ধু হয়ে ,
রঙেতে প্রথম দেখা,
পাশাপাশি হেঁটে চলা ,
হাতে হাত ঠেকা ,
বসন্ত তে এলো নতুন বন্ধু হয়ে ,
মানুষের ভীড়ে ,
যেন নদীর বুকেতে ভাসা ,
নৌকা ফিরেছে তীরে।
বসন্ত তে এলো নতুন বন্ধু হয়ে ,
অজানা ভীন দেশে ,
অচেনা হয়ে ওঠে চেনা,
বন্ধু নিমেষে।