বড় বেলার রান্নাবাটি
বড় বেলার রান্নাবাটি


ঘর সংসার রান্না বাটি ,
খাবার জোগাড় কেনাকাটি ,
ছুটছি আমি ঘড়ির সাথি ,
রাত ভোর দিন বেলা,
বড় বেলার খেলার মাঝে ,
নিজের অবহেলা।
ছোট্ট আঙুল মিষ্টি হাসি ,
আদো কথা ভালোবাসি,
নিজের মেয়ের মধ্যে খুঁজি ,
নিজের ছোটবেলা।
অফিস মিটিং আর কাজের ফাঁকে ,
একলা আকাশ আমায় ডাকে ,
বইছে যে দিন জলের মতো ,
ডেলিভারি আর ফোনে ,
মানিপ্ল্যান্টটা একলা বাড়ে ,
বন্ধ ঘরের কোনে।
ছুটির দিনে লাগে ভালো ,
ঘর বিছানা অগোছালো ,
ঝুল কালি সব ঝেড়ে মুছে ,
নতুন করে রাখা,
শিশু হয়ে মেয়ের সাথে ,
গল্পবয়ের দুনিয়াতে ,
হারিয়ে যেতে ভালোই লাগে,
ছোট্ট হয়ে থাকা।
বড় বেলার রান্নাবাটি ,
খেলতে খেলতে ভুলে থাকি,
হয়ে ওঠেনা নিজের ছায়া ,
আয়না টাতে দেখা।
তবু কখনো সময় পেলে,
উড়ে যাই আমি ডানা মেলে ,
কচি পাতার মধ্যে খুঁজি
নিজের জীবনটাকে।
ফুল গাছ আর মাটির মাঝে ,
সময় থমকে থাকে।